ডিজিটাল মার্কেটিং শিখতে চাইলে যা যা করতে হবে:

ডিজিটাল মার্কেটিং কি?

সাধারণত “মার্কেটিং কি?” সেটা আমরা সবাই জানি । আর বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় মাধ্যম হল ইন্টারনেট ভিত্তিক মার্কেটিং যার নাম দেয়া হয়েছে ডিজিটাল মার্কেটিং। সহজ অর্থে ডিজিটাল প্রযুক্তি (ইন্টারনেট সেবা) ব্যবহার করে কোন পণ্য বা সেবার মার্কেটিং করা হয় তাকে ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) বলে।

ডিজিটাল মার্কেটিং শিখতে চাইলে যা যা করতে হবে:
বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং অনেক সম্ভাবনাময় ও চ্যালেন্জিং বিষয় । ডিজিটাল মার্কেটিং এ বেশ কিছু সেক্টর রয়েছে । তাই আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর যেকোন একটি সেক্টর শিখে আপনার ক্যারিয়ার হিসেবে নিতে চান, তাহলে জেনে নিন এই ক্যারিয়ারে আপনাকে কী কী কাজ শিখতে হতে পারে। তবে আপনি যত বেশি শিখবেন ততই আপনার দক্ষতা বৃদ্ধি পাবে।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
পে পার ক্লিক (PPC)
সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM)
সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন (SMO)
কন্টেন্ট মার্কেটিং (Content Marketing)
ইমেল মার্কেটিং (Email Marketing)
অ্যাফিলিয়েট মার্কেটিং (Afiliate Marketing)
উপরোক্ত বিষয়সমূহ শিখতে আপনি যে কোন ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারেন। অথবা গুগোল সার্চ করে বিভিন্ন ডিজিটাল মার্কেটারদের ব্লগ এবং ইউটিউবে ভিডিও দেথে শিখে নিতে পারবেন।